Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে হামলায় পাঁচ বসতঘর ভাংচুর : কলেজছাত্রী, বৃদ্ধাসহ আহত ১৬
boshot

শাহরাস্তিতে হামলায় পাঁচ বসতঘর ভাংচুর : কলেজছাত্রী, বৃদ্ধাসহ আহত ১৬

চাঁদপুরের শাহরাস্তিতে ইউপি সদস্যের উপস্থিতে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলা ৫ টি বসত ঘরে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার রায়শ্রী দক্ষিণ ইউপির কুরকামতা গ্রামে তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে হামলায় বেশ কয়েকজন আহত হয়। থানায় অভিযোগ শেষে বাড়িতে এসে বহিরাগত সন্ত্রাসী সহ ৩০/৪০ জন কুরকাতা আমিন সাহেবের বাড়িতে এ হামলা চালায়।

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকা সূত্রে জানা যায়, তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্য মারধরের ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উভয় পক্ষের আহত হয় আব্দুল লতিফ (৪০), মুন্না (২৬), রাকিব,হাবিব, নাছরিন, তাজুল ইসলাম, লাকী বেগম, মর্জিনা,সহ আরো কয়েক জন। লতিফ গংরা রাত্রে বহিরাগত সন্ত্রাসী দিয়ে বসত ঘরে হামলা লুটপাট চালায়।

এসময় সিদ্দিকুর রহমানের ছেলে বাচ্চুর দু’চালা টিনশেড ঘর, বিল্ডিংয়ের দরজা জানালা ভাংচুর করে। একই বাড়ির নিরিহ ইউসুফের স্ত্রী জুহুরার একমাত্র মাথা গুজার দু’চালা টিনসেডের ঘর ভাংচুর ঘরের মূল্যবান আসভাব পত্র ভেঙ্গে তচনছ করে ফেলে।

সিদ্দিকুর রহমানের ছেলে তাজুল ইসলামে চৌকাট চার চালা টিনশেড ঘরে ব্যাপক ভাংচুর করে। এসয় ঘরের দরজা, জানালা, ঘরের বেড়া ভাংচুর করে। মৃত-সিদ্দিকুর রহমানের ছেলে সুজনের দু’চালা টিনসেড ঘরে হামলা ও ভাচুর করে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ইউসুফের স্ত্রী জানান, ‘আমি বাড়িতে ছিলাম না।আমি একজন অসহায় লোক। মানুষের সার্বিক সহ যোগিতায় জাকাতের অনুদানে এঘর টুকু করে মাথা গুজানের ব্যবস্থা করি। আমার ঘরের প্রয়োজনীয় আসভাবপত্র লুট পাট করে নিয়ে যায় ‘

তাজুল ইসলামের মেয়ে কলেজ পড়ুয়া মর্জিনা জানান, ‘দুপুরে বাবার উপর হামলা করলে তিনি আহত হয়ে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন। মা হাসপাতালে, আমি ছোট ৩ বোনকে নিয়ে ঘরের ভিতরে ছিলাম। হঠাৎ করে রাত ৯ টায় ৪০-৫০ জন নারী পুরুষ দেশীয় অস্ত্র লাঠি নিয়ে আমাদের ঘরের দরজা জানালা সহ ঘরের আসভাবপত্র ভাংচুর করে ‘

এবিষয় অভিযুক্ত লতিফ বলেন, ‘আমাদের মারধর করেছে। আমরা থানায় অভিযোগ করেছি। মামলা জিতার জন্য তারা নিজেরা এ ঘরগুলো ভাংচুর করে।’

এবিষয় ইউপি সদস্য ফারুক হোসেন জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। লতিফরা এ হামলা চালায়। এসময় আমি কয়েকজনকে আহত অবস্থা দেখি ‘

এদিকে ঘটনার রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ওই বাড়িতে অবস্থান করেন। এলাকায় তমথমে অবস্থা বিরাজ করছে।

স্টাফ করেসপন্ডেন্ট, শাহরাস্তি

Leave a Reply