চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নে প্রাভেটকারের ধাক্কায় রিকশা উল্টে ছালেহ আহম্মেদ (৪০) নামে এক হকার নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় টামটা পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল অফিসের পাশে আশকর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
ছালেহ আহম্মেদ উপজেলার টামটা ইউনিয়নের কুলশী মিয়াজী বাড়ির মৃত আবুল বাশার মিয়াজীর ছেলে। তিনি ঢাকায় হকারের কাজ করতেন।
জানা যায়, সন্ধ্যায় সালেহ আহম্মেদ স্থানীয় ঠাকুরবাজার থেকে ঈদের কেনাকাটা করে রিকশায় বাড়ি ফিরছিলেন। রিকশাটি আশকর বাড়ির সামনে পৌঁছালে একটি প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন চাঁদপুর টাইমসকে বলেন, খবর পেয়ে টহল পুলিশ ওয়ারুক এলাকা থেকে ওই প্রাইভেটকারটি আটক করে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।
সিনিয়র করেসপন্ডেন্ট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur