চাঁদপুরের মতলব উত্তরে ব্যাটারি চালিত অটোবাইক (ইজিবাইক) চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল হোসেন (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের মজলিসপুর গ্রামের বেপারী বাড়িতে নিহত যুবকের ঘরের পাশে গোয়াল ঘরে ব্যাটারিচালিত অটোবাইক গাড়ি চার্জ দিতে সকেট লাগাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই যুবক মারা যান।
নিহত যুবক নাজমুল হোসেন উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের মজলিসপুর গ্রামের শাহ-আলমের ছেলে। নিহত যুবক নাজমুল এ বছর উপজেলার ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে এক বিষয়ে ফেল করেছিলো।
খবর পেয়ে মতলব উত্তর থানার এসআই মোঃ আবুল কাশেম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরুত হাল তৈরি করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে বৃহস্পতিবার বিকেলে মতলব উত্তর থানায় একটি অপমৃত্যু সংক্রান্ত মামলা হয়েছে।
প্রতিবেদক : খান মোহাম্মদ কামাল
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur