চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ড খলিশাডুলীর পাল কন্দি এলাকার মৎস্য খামারের একটি পুকুরে শত্রæতার জেরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
পালকান্দি গ্রামের তালুকদার ম্যৎস্য খামারে প্রায় ২ একর জমিতে মাছের খামার করেছেন। গভীর রাতে খামারের একটি পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা।
সোমবার (২৮ মে) গভীর রাতে পুকুরে বিষ প্রয়োগ করলে মঙ্গলবার সকালে মাছ মরে ভেসে উঠতে থাকে।
এতে পুকুরের দেশি প্রজাতির ৩ লক্ষাধিক টাকার মাছ মারা যায়। সকালে পুকুর পাড়ে গিয়ে মাছ মরে ভেসে উঠতে দেখে হতবাক হয়ে যান আবুল কালাম তালুকদার। পুকুরে মাছ নিধনের ফলে চাষকৃত অন্যান্য পুকুরগুলোর মাছ নিয়ে আতঙ্কে আছেন তিনি।
আবুল কালাম তালুকদার চাঁদপুর টাইমসকে জানান, ‘এক সপ্তাহ আগে আমার প্রতিবেশী আজমল ও শরীফ পুকুর থেকে লুকিয়ে মাছ শিকার করতো। এটি আমরা দেখে প্রতিবাদ করলে আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দেয়। এ ঘটনায় সোমবার রাতে ওয়ারলেস বাজারে মাছধরা নিয়ে আমাদের সাথে বাকবিতন্ডা হয়। ওই অবস্থায় সোমবার গভীর রাতে পুকুরে বিষ প্রয়োগ করে ৩ লক্ষাধিক টাকার মাছ আজমল ও শরীফ বিষ প্রয়োগ করে।’
এ বিষয়ে একাধিকবার চেষ্টা করেও অভিযুক্ত আজমল ও শরীফের বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিবেদক- শরীফুল ইসলাম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur