আমাদের কেউ কেউ ভালোবেসে কুকুর পোষে
কেউ কেউ কোলে নেয়
নরম, তুলতুলে বিলেতি কুকুর
ওদের দেখলে ঘিনঘিন চোখে তাকাতাম আমি।
অথচ আমার সঙ্গী ছিল বেশ ক‘টা দোপেয়ে কুকুর
পিতৃহীন হয়েও ওদের অসংখ্য পিতা
ওরা দেখতে হুবহু মানুষের মতো
খায়-দায়, ঘুমায়, গল্প করে
সুযোগ বুঝে খুবলে খায়
আমার শরীর।
যারা রাস্তার কুকুর পোষে, কোলে নেয়
তাদের দিকে তাকিয়ে দেখি
উবে গেছে সমূহ ঘৃণার পাহাড়
এখন নাকে উৎকট গন্ধ ভেসে এলে
পিতৃপরিচয়হীন ওসব দোপেয়ে কুকুরের কথা
মনে পড়ে যায়
ঘিনঘিন লাগে।
লিখেছেন : কবি মাইনুল ইসলাম মানিক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur