সারাদেশের ন্যায় মতলব উত্তর থানা পুলিশও মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। বুধবার রাতে অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করে। আটককৃত মো. রাসেল (৩০)কে ভ্রাম্যমান আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।
এছাড়া ধনাগোদা তালতলীর মোস্তফা সরকারের ছেলে ইব্রাহিম (২১), মধ্য কালিপুর গ্রামের সাহাব উদ্দিন গাজীর ছেলে সুজন গাজী (২৫) কে আদালতে প্রেরণ করা হয়।
থানা পুলিশ সুত্রে জানা যায়, ইব্রাহিমের কাছ থেকে ৬ পিস ইয়াবা ও সুজন গাজীর কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
মতলব উত্তর থানার ওসি আনোয়ারুল হক কামাল ও ওসি (তদন্ত) আলমগীর হোসেনের নেতৃত্বে এসআই আবুল কাশেম, এএসআই কাজী হাবিব’সহ সঙ্গীয় অন্যান্য ফোর্স এ অভিযান পরিচালনা করেন। 
৬ মাসের সাজাপ্রাপ্ত মো. রাসেল আনোয়ারপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে। তার কাছ থেকে ২ পুড়িয়া গাঁজা ও আগুণে পুড়ানো টাকাসহ মাদক সেবনের সরঞ্জামাদি পাওয়া যায়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার।
স্টাফ করেসপন্ডেন্ট
              চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur