Home / চাঁদপুর / তাঁকে দেখি মুগ্ধতায় : আশিক বিন রহিম
Dc-chandpur-journey-by-train

তাঁকে দেখি মুগ্ধতায় : আশিক বিন রহিম

জনপ্রিয় হয়ে উঠা চাঁদপুরের জেলা প্রশাসক, মো. মাজেদুর রহমান খানকে নিয়ে লেখা একটি কবিতা। লিখেছেন চাঁদপুর টাইমসের যুগ্ম বার্তা সম্পাদক আশিক বিন রহিম।

সূর্যের প্রথম আলোর আগেই তাঁকে দাঁড়াতে দ্যাখি
কোন এক দরিদ্রপাড়ায়; জীর্ণ ঝুপড়ি ঘরের কার্নিশে-
অনাহারী মানুষের খোঁজে।

আমি রোজ তাঁকে হাঁটতে দ্যাখি পড়ন্ত বিকেলে-
ইট-কংক্রিটের এই ব্যস্ত নগরীতে; গৃহহীন অভুক্ত
অথবা কর্মক্ষম ভাগ্যাহত মানুষের খোঁজে।

তাঁকে হাঁটতে দ্যাখি স্টেশানে- ঘাটে কিংবা হাটের
শেষ গলিতে; দেখি মেঘনা পাড়ের ভাঙন পল্লি অথবা
’ভগবান থাকে না’ এমন কোনো বস্তিতে।

আমি রোজ তাঁকে দ্যাখি অবাক বিস্ময়ে-
বগলে রাখা রাষ্ট্রিয় সাদা কাগজে কিভাবে লিখতে হয়
ভাগ্যাহত মানুষের নাম; কি করে কালো কালিতে আঁকতে হয়
দুঃখিদের কষ্ট, সমস্যা আর মরচেপড়া সুপ্তসব সম্ভাবনা।

আমি আবারও দ্যাখেছি তাঁকে কাঠফাঁটা রোদে-
কোনো এক মধ্যদুপুরে ‘ত্রাতা’ হয়ে রাষ্ট্রিয় কলমে চিহ্নিত করা
সাধারণ মানুষের পাশে দাঁড়াতে; এররপর দারিদ্রতার অভিশাপকে
গলা ধক্কা দিয়ে তাড়িয়ে দিতে।

আমি রোজ তাকে দ্যাখি- অবাক বিষ্ময়ে- নতুন রুপে-
মুগ্ধতায় আর পরম শ্রদ্ধাভরে।

রচনাকাল ২০/০৫/২০১৮

Leave a Reply