কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের পূর্ব কালচোঁ গ্রামের অধিবাসী, লাল মিয়া-রহিমা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী ও চাউল বিতরণ করা হয়েছে।
মোঃ তোফায়েল আহমেদ পারভেজ তালুকদারের সার্বিক সহযোগিতায় শুক্রবার (১১ মে) স্থানীয় ১শ ৫০টি অসহায় পরিবারের সদস্যদের মধ্যে এসব ইফতার সামগ্রী ও চাল বিতরণ করা হয়।
এ ছাড়া এলাকার বাগে জান্নাত হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ছাতা, পাঞ্জাবীর কাপড় বিতরণ করা হয়। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ জাকির হোসেন।
এসময় কচুয়া থেকে প্রকাশিত পাক্ষিক কচুয়া কন্ঠের সম্পাদক ও প্রকাশক মোঃ হাবিব উল্লাহ হাবিব, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রনি, তরুন ব্যবসায়ী নেছার আহমেদ জিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur