Thursday, April 09, 2015 09:47:52 PM
মানুষের এক একজনের জীবন বিচিত্র এক এক ধরনের। বেদে সম্প্রদায়ের মানুষেরা বছরের সারা সময়টা পার করে নদীপথে। তাদের সুখ-দুঃখ সব কিছুই নদীর পাড়ের নৌকাতে জড়িত। তাদের মধ্যে ভেদাভেদ লক্ষ্য করা যায় না। প্রতিনিয়ত আমরা দেখতে পাই নদীতে বেদেনীরা নৌকা চালাতে। চাঁদপুর পুরাণবাজার সেতুর উপর থেকে সেই দৃশ্য তুলে ধরেছেন আমাদের বিশেষ প্রতিনিধি শরীফুল ইসলাম।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫