Thursday, April 09, 2015 09:08:50 PM
আন্তর্জাতিক ডেস্ক :
ভারতে টেলিভিশন ধারাবাহিকের এক পরিচালকের বিরুদ্ধে এক নাবালিকাকে গত এক মাস ধরে শ্লীলতাহানির অভিযোগ উঠল।
ধারাবাহিকে একটি চরিত্রে অভিনয় পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে মেয়েটির শ্লীলতাহানির চেষ্টা ওই পরিচালক করে বলে অভিযোগ। মেয়েটির পরিবারের তরফে এই বিষয়ে ইতিমধ্যে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এফআইআরে নির্যাতিতার পরিবারের তরফে জানানো হয়েছে, ধারাবাহিককে রোল পাইয়ে দেওয়ার অজুহাতে ২৬ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চের মধ্যে মহেন্দ্র দেও নামে ওই পরিচালক হোটেলে ডাকে তাঁর মেয়েকে।
অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত পরিচালকের ঠিকানা খোঁজার কাজ শুরু হয়েছে। যে হোটেলে মেয়েটিকে ডেকেছিল পরিচালক সেই হোটেল থেকে যদি পরিচালকের ঠিকানার সন্ধান পাওয়া যায় তার চেষ্টা করছে পুলিশ। এরপরই ওই পরিচালকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur