চাঁদপুরের ফরিদগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে ধর্ষণের পর অন্তঃসত্ত¡া হয়ে পড়ার অভিযোগে রুবেল হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি ধর্ষন মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত রুবেল হোসেনকে রোববার (৬ মে) গভীর রাতে পুলিশ আটক করে। এর পূর্বে শনিবার ওই যুবতি ফরিদগঞ্জ থানায় রুবেলকে আসামী করে মামলা দায়ের করে।
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক রাজিব কুমার দাশ রুবেলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার উ: চররামপুর গ্রামের চাঁন বাদশা পাটওয়ারীর ছেলে রুবেল হোসেন চলতি বছরের ২৪ ও ২৫ ফেব্রুয়ারি বিয়ের প্রলোভন দেখিয়ে পূর্ব লাড়–য়ার যুবতিকে ধর্ষণ করে।
এরই মধ্যে আঁখি দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় রুবেলকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করে।
এক পর্যায়ে রুবেল বিয়ে করতে অস্বীকার করায় আঁখি শনিবার ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করে। পুলিশ অভিযোগ গ্রহণ করে অভিযুক্তকে রুবেল হোসেনকে আটক করে।
ধর্ষিতা আখিঁকে পুলিশ মেডিকেল পরীক্ষা-নিরিক্ষার জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। আটক রুবেলকে সোমবার আদালতে পাঠানো হবে।
প্রতিবেদক- শরীফুল ইসলাম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur