চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ মে) হাজীগঞ্জ পূর্ব বাজার বিয়ে বাড়ীতে সমিতির আওতাধিন উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দসহ শিক্ষকমন্ডলীদের উপস্থিতিতে সকাল ১১ টায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
সভায় মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও হাটিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উক্ত সমিতির সাবেক শিক্ষক নেতা ও রামপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, সৈয়দ আহম্মেদ, আব্দুর রাজ্জাক, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বলাখাল চন্দ্রবান উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমান।
এ সময় আরো বক্তব্য রাখেন শিক্ষক নেতা মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বড়ক‚ল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, সমিতির সদস্য ও বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাও. মাঈনুদ্দিন, আজিজুর রহমান, জাকির হোসেন, ফারুক হোসেন প্রমুখ।
পরে সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বার্ষিক আয়-ব্যয়সহ শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আলোচনা রাখেন।
প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur