Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় প্রতিবন্ধী ও নিরীহ পরিবারকে ঢেউটিন ও টিউবওয়েল প্রদান
deu-tin-bitoron

কচুয়ায় প্রতিবন্ধী ও নিরীহ পরিবারকে ঢেউটিন ও টিউবওয়েল প্রদান

চাঁদপুরের কচুয়ায় প্রতিবন্ধী ও নিরীহ পরিবারের মাঝে ঢেউটিন ও টিউবওয়েল বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব সহদেবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মোঃ ইমাম হোসেন সোহাগের নিজ উদ্যোগে এসব বিতরণ করা হয়।

তিনি প্রতিবন্ধী শাবনুরি ও নিরীহ রনির পরিবারের মাঝে দুই বান টিন ৮ হাজার টাকা ও একটি টিউবওয়েল ৫ হাজার টাকা ব্যয়ে ক্রয় করে দেন।

একই দিনে তিনি ওই ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে স্টিট লাইট স্থাপনের কার্যক্রন কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, আমি এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হবার পর সাধারন মানুষের পাশে দাড়িয়েছি। তাদের দুঃসময়ের সবসময় পাশে আছি। এভাবে আমি সাধ্যমতো গরীব,প্রতিবন্ধী,নিরীহ পরিবারের মাঝে আর্থিক সহায়তা সহ বিভিন্ন ভাবে সাহায্য করে আসছি।
এসময় উপস্থিত ছিলেন-ইউপি সদস্য সফি উল্যাহ,লোকমান ভ‚ইয়া,ইকবাল হোসেন,জহির হোসেন,সংরক্ষিত ইউপি সদস্য লাকী বেগম,নাজমা বেগম,নুরুন্নাহার,ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক শাহজালাল মিয়া,ছাত্রলীগ নেতা মোস্তফা কামাল,গ্রাম পুলিশ সোবহান,খোকন আমির হোসেন প্রমুখ।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু

Leave a Reply