Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন
hajigonj-bazer-pic

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

বিপুল উৎসবমুখর পরিবেশে বুধবার (২ৈ৫ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহনের মধ্যে দিয়ে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রকে ঘিরে প্রার্থীদের ব্যানার,পোষ্টার চেয়ে গেছে আশ-পাশের অলিগলিসহ প্রধান সড়কে। সেই সাথে ডিভি পুলিশসহ হাজীগঞ্জ থানার কর্মরত সকল পুলিশের উপস্থিতিতে প্রার্থী ও তাদের সমর্থকরা কোন ঝামেলা জড়াতে পারেনি।

প্রধান নির্বাচন কমিশনার উপজেলা কৃষি কর্মকর্তা নয়ম মনি সৃত্রধর, সহকারী পুলিশ সুপার আফজাল হোসেন ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলাম সার্বক্ষনিক ভোট কেন্দ্রে নিরাপত্তা বজায় রেখে কাজ করতে দেখা যায়। বাহিরে প্রার্থীরা তাদের ভোটারদের করমর্দনে ব্যস্ত ছিলেন, আর তাদের সমর্থকরা ভোটারদের স্বাগত জানিয়ে সহযোগিতা করতে দেখা যায়।

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ২৯ পদের বিপরীতে ৬৩ জন প্রার্থী গত কয়েকদিন প্রচার প্রচারনায় বাজারের বিভিন্ন মার্কেটগুলো সরগরম করে রেখেছেন।

এতে ব্যবসায়ী ও ভোটাররা আনন্দ উপভোগ করতে পেরেছেন। সে সাথে প্রার্থীদের পদ-চারনা চাঙ্গা-চাঙ্গা ভাব ছিলো ভোটারদের মাঝেও। এমন দৃশ্য আবার কয়েকটি বছর পর ব্যবসায়ী ও ভোটাররা দেখতে পাবেন বলেই বিগত নির্বাচনকে হার মানিয়েছেন প্রার্থীরা।

তাই তারা বাজারটিকে সরগরম করেই ভোটারদের কাছে সে ভাবেই ভোট প্রার্থনা করেছেন। চলতি বছরে ৬শ’রও বেশি নতুন ভাবে ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে।

এতে নতুন ভোটারসহ মোট ভোটার সংখ্যা ২ হাজার ৪শত ২২ জন। নির্বাচনের দিন ভোটাররা মধ্যে কেবল বড় দুইটি পদ নিয়েই বেশি কানা-ঘুষা করতে শুনা যায়।

বড় দু’টি পদের ৪ প্রার্থীর মধ্যে সভাপতি পদে আহসান হাবিব অরুন (সাইকেল) ও আলহাজ্ব আশফাকুল আলম চৌধুরী ( গোলাপ ফুল)। সাধারন সম্পাদক পদে হায়দার পারভেজ সুজন ( ছাতা) ও সালাউদ্দিন ফারুক মামুন ( আনারস)।

এ রির্পোট লেখা পর্যন্ত মোট ২৪২২ ভোটের মধ্যে ২৩১৩ জন ভোটার ২৯ টি পদে ৬৩ জন প্রার্থীকে তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পেরেছেন।

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়

Leave a Reply