চাঁদপুর টাইমস ডট কম :
বাংলাদেশে মডেল ভিডিও তৈরির নামে নারীদের প্রতারিত করে চলছে রমরমা দেহব্যবসা। উঠতি বয়সের মডেলরা বাড়তি রোজগারের আশায় ধনীর দুলালদের শয্যাসঙ্গী হচ্ছে। আর এসব দালালী করে রাতারাত কোটিপতি বনে যাচ্ছে অখ্যাত মিউজিক ভিডিওর নির্মাতারা।
জানাগেছে, মিউজিক ভিডিও তৈরির কথা বলে উঠতি মডেলকন্যাদের নিয়ে যাওয়া হয় সমুদ্র সৈকত কক্সবাজার ও পর্যটন এলাকা সেন্টমার্টিনসহ বিভিন্নস্থানে। সেখানে আগে থেকে ঠিক করে রাখা হোটেল মোটেলে যায় নির্মাতাদের ঠিক করা ব্যবসায়ী ও বড়লোকদের ছেলেরা। যারা টাকার বিনিময়ে মডেলদের সঙ্গে রাত কাটায়।
এসব ভিডিও বাজারে ছাড়ার উদ্যেশ্যে তৈরি হয় না বলে জানাগেছে। তাদের আসল উদ্দেশ্য থাকে দেহব্যবসা থেকে মোটা অংকের টাকা কামানো।
আর এতে করে বাজার হারাচ্ছে মিউজিক ভিডিও। আর দুর্নাম কুড়াচ্ছে মিডিয়াপাড়া।
এদিকে নোংরা মডেলদের এসব কর্মকান্ডে কাজে আগ্রহ হারাচ্ছে স্বনামধন্য মডেলরা। তাদের দাবি, এসব কেলেংকারীর খবর বিভিন্ন মিডিয়ায় আসার পর থেকে পারিবারিকভাবে এ পথ ছেড়ে দেয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে।
https://www.youtube.com/watch?v=OTLoSsN9lpg&feature=player_detailpage
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur