চাঁদপুরে অভিনীত স্বপ্নজাল। মুক্তির পর থেকেই সবার প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। গল্পের পাশাপাশি ছবির অভিনয়শিল্পীদের অভিনয় মুগ্ধ করছে সবাইকে। তাইতো দেশের গণ্ডি পেরিয়ে এবার সিনেমাটি আগামী ২৭ এপ্রিল থেকে প্রদর্শিত হবে কানাডার বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে।
নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন জানিয়েছেন দর্শকদের জন্য জাল বুনা অভিনেত্রী পরীমণি।
‘স্বপ্না স্কেয়ারক্রো বাংলাদেশের’ একটি পোস্ট শেয়ার করে পরী লিখেছেন, শুভ নববর্ষ ১৪২৫। স্বপ্ন স্কেয়ারক্রো’র পরিবেশনায় এই বৈশাখে বিশ্বব্যাপী যাত্রা শুরু করছে স্বপ্নজাল। বলাই বাহুল্য, এ এক দারুণ উৎসব বাংলা চলচ্চিত্রপ্রেমীদের জন্য…।
কানাডাজুড়ে নিচের ‘সিনেপ্লেক্স’ প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শিত হবে স্বপ্নজাল
টরন্টো
১। ইয়াং – ডান্ডাস স্কয়ার (প্রথমবারের মত)
২। এগলিন্টন টাউন সেন্টার, এগলিন্টন/ওয়ার্ডেন
এডমন্টন
৩। সিনেমা সিটি মুভিস ১২ (প্রথমবারের মত)
ক্যালগেরি
৪। সানরিজ স্পেক্ট্রাম সিনেমাস
উইনিপেগ
৫। সিনেমা সিটি নর্থগেইট
টিকেট ও শো-টাইম পাওয়া যাবে ২৫ এপ্রিল ২০১৮ থেকে অনলাইনে ও উপরের প্রেক্ষাগৃহগুলোর কাউন্টারে।
চাঁদপুর টাইমস রিপোর্ট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur