চাঁদপুর সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ শুক্রবার (৩০ মার্চ) সন্ধ্যায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি বক্তব্যে বলেন ‘১ এপ্রিল আশা করি আংশ নিয়ে দেখার সুযোগ পাবে, জনসভার মধ্য দিয়ে আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো তা সফল করতে হলে সকলের স্বতস্ফূর্ত অংশগ্রহণ একান্ত কাম্য। পড়াশুনার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতির মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে।
শিক্ষার্থীদের জন্যে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত করা জন্যে ডা. দীপু মনি শিক্ষক ও অবিভাবকদের ধন্যবাদ জানান।
কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ মতিন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরানবাজর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন মজুমদার, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অসিত বরন দাশ, মহিলা কলেজের উপাধ্যক্ষ মাসুদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক জহিরুল ইসলাম।
প্রতিবেদক- আশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur