হাজীগঞ্জ উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৭ মার্চ) বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শরীফ উল্ল্যাহ পাটওয়ারীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান পাটওয়ারী।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহআলী রেজা আশ্রাফি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মজিবুর রহমান মজুমদার।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ও মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন মিয়াজী, আব্দুর রাজ্জাক, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান পলাশ, ডা: মো. মহিবুর রহমান রুবেল প্রমূখ।
ওই সময় এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন উভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur