বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আমিনা বেগম নামের ৭৫ বছর বয়স্ক এক নারীর পেট থেকে ২৫ কেজি ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার গাইনি অব অনকোলজি বিভাগের ইয়েলো ইউনিট ৩ এর প্রধান অধ্যাপক ডা. শিরিন আক্তারের নেতৃত্বে এই অপারেশন পরিচালিত হয়। ৭ জনের টিম প্রায় তিন ঘণ্টা অস্ত্রোপচারের মাধ্যমে সফল হন। অন্যান্য চিকিৎসকগণ ছিলেন ডা. শুভা, ডা. শিউলি, ডা. বিথী, ডা. সামিনা এবং ডা. ফারহানা।
জানা গেছে, গাজীপুর জেলার আটাবহ ইউনিয়নের ৭৫ বছর বয়স্ক বিধবা আমিনা বিবির তলপেটে ব্যথা অনুভব করায় তাকে টাঙ্গাইল মির্জাপুরের কুমুদিনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আল্ট্রাসনোগ্রাম করানো হয়। রিপোর্টে পেটে টিউমার ধরা পরে। রোগীর বয়স বেশি এবং টিউমারটি অস্বাভাবিক বড় হওয়ায় আমিনা বিবিকে বঙ্গবন্ধু মেডিক্যালে ভর্তি করানো হয়। এরপর সব পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর ২২ মার্চ তার সফল অপারেশন সম্পন্ন হয়।
অধ্যাপক ডা. শিরিন আক্তার শনিবার কালের কণ্ঠকে জানান, অবজারভেশনের জন্য রোগী পোস্ট অপারেটিভে থাকলেও তিনি এখন শঙ্কামুক্ত এবং ভালো আছেন। তাকে শিগগিরই বেডে দেওয়া হবে।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ২০ এ .এম ২৫মার্চ,২০১৮রোববার
এ.এস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur