বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন বলে জানা গেছে। হঠাৎ করেই তিনি আর কথা বলতে পারছেন না।
ডাক্তার বলেছে, ভাইরাসজনিত কারণে আক্রান্ত হয়েছে মুখে কথা আসছে না তার।
নির্বাসিত ইসলাম বিদ্বেষী এ লেখিকা নিজের জবান বন্ধ হয়ে যাওয়ার বিষয় তিনিই জানিয়েছেন ফেসবুক স্ট্যাটাসে।
নিজের ভেরিফায়েড ফেসবুকে তসলিমা লিখেছেন- সকালে উঠে দেখি আমি কথা বলতে পারছি না। কোনও স্বর বেরোচ্ছে না গলা দিয়ে। সাইন ল্যাংগুয়েজ কোনওদিন শিখিনি, কিন্তু দিব্যি ওটাই চালাচ্ছি।
কী কারণে ভয়েস হারিয়ে ফেললাম জানি না। ডাক্তারের কাছে এসেছি। ভাবছি ভয়েসটা কি আদৌ ফিরে পাবো। ভয়েস যে এভাবে বলা নেই কওয়া নেই উবে যেতে পারে, জানতাম না।
তিনি আরও লিখেছেন- না, জবান আল্লাহ নেননি, জবান নিয়েছেন ভাইরাস। ডাক্তার জিভ টেনে বার করে দেখতে চাইলেন গলার ভেতরটা। সম্ভব হয়নি। আমি নাকি খুব সেনসিটিভ।
ওষুধ লিখে দিলেন, বলে দিলেন কোনওরকম কথা বলার চেষ্টা যেন না করি। প্রেস্ক্রিপশানের এক নম্বরেই লেখা ভয়েস রেস্ট। এতকাল সরকার আমার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, এবার কাড়লেন ডাক্তার। অবশ্য বাকই নেই, আবার স্বাধীনতা কিসের!
৩/৪ দিন পরও স্বর ফিরে না এলে ফের ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তখন নাকি মুখে যন্ত্র ঢুকিয়ে ল্যারিংস না দেখতে পারলে নাক দিয়ে যন্ত্র ঢুকিয়ে দেখবেন। ভালো যে ডাক্তারি চাকরি ছেড়েছিলাম। যত বয়স বাড়ছে, তত আমার হাসপাতালে যাওয়ার অনীহা বাড়ছে।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ১০ এ.এম ১৯মার্চ,২০১৮সোমবার
এ.এস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur