চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে শহরের কোড়ালিয়া এলাকা থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ দুই যুবককে আটক করা হয়েছে।
শনিবার রাত আনুমানিক ৯টার সময় জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক আহসানুজ্জামান লাবুর নেতৃত্বে গোয়েন্দা পুলিশ কোড়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর রহমান মিঠু ও জাকির গাজী ওরফে কসাই জাকির নামে দু যুবককে আটক করে।
এ সময় মিঠুর ঘর থেকে দুটি ধারালো রামদা, ১টি বড় ছেনি ও ৩টি লম্বা লোহার পাইপ উদ্ধার করা হয়। এছাড়া ইয়াবা সেবনের সরঞ্জামাদিও উদ্ধার করা হয়। আটক হাবিবুর রহমান মিঠুর ঘর থেকে তাদেরকে আটক করা হয় এবং অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
এদেরকে আটক করে রাতেই ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। রাতে এদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
এদিকে ডিবি পুলিশ, চাঁদপুরের অভিযানে চোরাই ল্যাপটপসহ একজনকে আটক করা হয়েছে। আটক যুবক নিউট্রাক রোড এলাকার রবিউল আলম প্রকাশ। রোববার রাত পৌনে ১১ টার দিকে তাকে আটক করা হয়।
শনিবার রাত সাড়ে ১১ টার দিকে চাঁদপুর শহরের মুসলিম পাড়ার আব্দুর রহমান সাহেবের ভাড়াটিয়া মাওলানা আব্দুল আউয়াল সাহেবের বাসা থেকে একটি এসার ল্যাপটপ চুরি হয়।
এ বিষয়ে জান্নাতুল ফেরদৌসী বেগম বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন। উক্ত মামলাটি এসআই/মোঃ আহসানুজ্জামান তদন্ত করে ঘটনার সাথে জড়িত আসামী মোঃ রবিউল আলম প্রকাশ লিমনকে গ্রেফতার করা হয়।
স্টাফ করেসপন্ডেন্ট