আগামী ১৭ ও ১৮ মার্চ চাঁদপুর স্টেডিয়াম সম্মুখে এসবিসিসি পরিবার পরিকল্পনা মেলা উপলক্ষে একভোকেসী সভা বুধবার (১৪ মার্চ) জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালনা ডা. মো. ইলিয়াছ।
উপস্থিত ছিলেন, এমও ক্লিনিক, উপজেলা পরিবার পরিকল্পনা, এসিএইচ-এফপি এবং এনজিওর প্রতিনিধি বৃন্দ। সভায় জানানো হয়, এসবিসিসি পরিবার পরিকল্পনা মেলা-২০১৮ উপলক্ষে ‘পরিকল্পিত পরিবারে গড়রো দেশ, উন্নয়নের সমৃদ্ধির বাংলাদেশ’ এই পতিদ্যকে সামনে রেখে আগামী ১৭ ও ১৮ মার্চ মেলা প্রঙনে বিতর্ক প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন ও পরিবার পরিকল্পনা নিয়ে বঙ্গবন্ধুর ভাবনা’র উপর রচনা প্রতিযোগিতা, সন্তানের জননীদের জন্য কুইজ প্রতিযোগিতা।
মেলায় বিভিন্ন বিভাগের স্টল ছাড়াও দেশিয় পণ্যের স্টল থাকবে। পরিবার পরিকল্পনা তথ্য সম্পর্কিত মা, শিশুর স্বাস্থ্য, কিশোর- কিশোরী সম্পর্কিত বিভিন্ন স্টল থাকবে।
স্টাফ করেসপন্ডেন্ট