চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রাগদৈল আই.এম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন রোববার (১১ মার্চ) সকালে বিদ্যালয় মিলনাতনে করা হয়।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. শাহআলম চৌধুরী পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন, সাচার ডিগ্রী কলেজের প্রভাষক মো. সালেহ আহমেদ।
বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন দাস, সহকারী প্রধান শিক্ষক মো. মতিউর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক মো. নুরুল ইসলাম খাঁন, মো. হুমায়ূন কবির, মো. আল আমিন প্রধান, ম্যানেজিং কমিটির সদস্য ডা: রঞ্জিত সরকার, ছাদেকুর রহমান আখন্দ, শহীদুল উল্লাহ, সাংবাদিক সফিকুল ইসলাম মোল্লা, জিসান আহমেদ নান্নু, অভিভাবক সদস্য কনিকা রানী ঘোষ, আমেনা বেগম, প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও এলাকার গন্যমান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur