চাঁদপুর শহরের পশ্চিম রনাগোয়াল মেঘনা নদীর পাড়ে অভিযান চালিয়ে শনিবার দুপুরে ইলিশের অভায়াশ্রম থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে এর আনুমানিক মূল্য ধরা হয় য় কোটি টাকা) অবৈধ কারেন্টজাল জব্দ করেছে পুরাণবাজার পুলিশ ফাঁড়ি। রক্ষায় এ অভিযান পরিচালনা করেন পুলিশ পরির্দশক আঃ রশিদসহ সঙ্গীয় ফোর্স।
থানার উপ-পরির্দশক জাহাঙ্গির আলম জানান, আইন অমান্য করে কতিপয় জেলে হরিসভা সড়কের রনাগোয়াল এলাকায় জাটকাসহ ইলিশ শিকারের জন্য কারেন্টজাল নিয়ে নদীতে নামে জেলেরা। গোপন সূত্রে খবর পেয়ে বিকেল ৪টার সময় সেখানে আমরা ওৎ পেতে থেকে জেলেদের ধাওয়া করি এবং কয়েকজন জেলে ২০ হাজার মিটার জাল ফেলে দৌঁড়ে পালিয়ে যায়।
পরে কারেন্টজালগুলো জব্দ করে পুরাণবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসি। যার আনুমানিক মূল্যে প্রায় কোটি টাকা হবে।
প্রতিবেদক- শরীফুল ইসলাম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur