ইতিহাস-আশ্রয়ী তুর্কি ধারাবাহিক টেলিভিশন নাটক। প্রাথমিকভাবে তুরস্কের শো টিভিতে নাটকটির সম্প্রচার শুরু হলেও পরবর্তীকালে তুরস্কের স্টার টিভিতে এর সম্প্রচার স্থানান্তর করা হয়।
বাংলাদেশের বেসরকারি চ্যানেল দীপ্ত টিভি ২০১৫-র ১৮ নভেম্বর থেকে ধারাবাহিকটি বাংলা ভাষায় সম্প্রচার শুরু করে।
নাটকটি নির্মিত হয়েছে উসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে দীর্ঘ সময়কালব্যাপি রাজত্ব বিস্তারকারী উসমানীয় সম্রাট প্রথম সুলাইমান এবং তার প্রিয়তম স্ত্রী হুররেম সুলতানের জীবনগাঁথার উপর ভিত্তি করে, যিনি সুলায়মানের কৃতদাসী হয়েও পরবর্তীকালে তার প্রধান স্ত্রী বা সুলতানা হিসেবে সম্মানিত হওয়ার সৌভাগ্য লাভ করেন।’
সে মুভির একটি অংশে সুলতান তাঁর পুত্রকে উদ্দেশ্যে বলেছেন, শোনো শাহজাদা আমার, ‘ঐশ্বর্যের চেয়ে দামি সম্পদ হচ্ছে বুদ্ধিমত্তা আর সবচেয়ে বড় দারিদ্র হচ্ছে মুর্খতা। কোনো কিছুতে নিরর্থক ভয় পাওয়া হচ্ছে বড় দুর্বলতা, সবচেয়ে অধিক মূল্যবান বিষয় হৃদয়বান হওয়া।’
তিনি আরো বলেন, ‘বোকার সাথে বন্ধুত্ব করতে যাবে না, সে তোমার উপকারের চেয়ে বোকামির মাধ্যমে ক্ষতিই করবে বেশি।
*কৃপণের সাথেও কখনো বন্ধুত্ব করবে না, কারণ সে তোমার বিপদের দিনে পাশে না থেকে নিজেকে গুটিয়ে নিবে।
*সাবধান কোনো পরনিন্দাকারীকেও নিজের বন্ধু বানিও না, কারণ সে নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে।
*মিথ্যাবাদীর সাথেও কখনো বন্ধুত্ব করবে না কারণে সে মরিচিকার মতো দূরের স্বপ্নে বিভোর করে কাছের জিনিসগুলোকে দূরে সরিয়ে দিবে।
বাতর্া কক্ষ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur