চাঁদপুর হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের হোটনী গ্রামের মেসার্স পায়েল এন্ড পাভেল ট্রেডাস এর সত্বাধিকারী মো.শাহাদাত হোসেন হতদরিদ্রের মাঝে ১০ টাকা কেজিতে চাল বিক্রয় শুরু হয়েছে। সোমবার(১৭ সেপেটম্বর) সকাল থেকে উক্ত ইউনিয়নের প্রায় তিনশত কার্ডধারীর মাঝে উক্ত চাল বিক্রি করতে দেখা যায়।
সরকারের খাদ্যবান্ধব কর্মসৃচির আওতায় হত দরিদ্রের জন্য ১০ টাকা ধরে ৩০ কেজি করে চাল বিক্রয়ের জন্য ডিলার নিয়োগ করেছেন।
চাল নিতে আসা উক্ত ইউনিয়নের কাশিমপুর গ্রামের হাছিনা বেগম, সুমন, নজরুল, পাচৈই গ্রামের মিনু আক্তার, হোটনী গ্রামের রহিমা, ছালেয়া বেগমসহ বেশ কয়েকজনের সাথে কথা হলে তারা ওজনে সঠিক বলে সন্তুষ্ট প্রকাশ করেন।
এ বিষয়ে ডিলার শাহাদাত হোসেন বলেন, ‘আমি গরিবের হক নষ্ট করতে চাইনা। সরকার যখন বরাদ্দ দেয় তখনই ট্রেক অফিসারের উপস্তিতে নিয়মতান্ত্রিক ভাবে চাল বিবরনের চেষ্টা করে আসছি।’
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur