চাঁদপুরে শহরের গত কয়েকদিনে বেশ কয়েকটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশ নড়েচড়ে উঠেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র নেতৃত্বে অভিযান চালিয়ে চুরি ও অপরাধমূলক কাজে জড়িত সন্দেহে ৮ যুবককে আটক করা হয়েছে।
গত সোমবার ভোরে শহরের মাদ্রাসা রোড লঞ্চঘাট এলাকা থেকে তাদেরকে বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয়।
আটককৃতরা হলেন: মাদ্রাসা রোডের মো.ফারুক প্রধানিয়া, প্রফেসর পাড়ার হাসিন, বকুলতলা এলাকার বিষু, নিশি বিল্ডিং এলাকার মো.রফিক, শাওন ও পাবেল,কোড়ালিয়া রোডের হৃদয়, কাঁচা কলোনী এলাকার অন্তর বেপারী।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্টাফ করেসপন্ডেট
০৮ জানুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur