Home / চাঁদপুর / দৈনিক মতলবের আলোর আয়োজনে সেরা কণ্ঠশিল্পী প্রতিযোগিতা
দৈনিক মতলবের আলোর আয়োজনে সেরা কণ্ঠশিল্পী প্রতিযোগিতা

দৈনিক মতলবের আলোর আয়োজনে সেরা কণ্ঠশিল্পী প্রতিযোগিতা

দৈনিক মতলবের আলোর ১১বছর পূর্তি উৎসব উপলক্ষে “সেরা কণ্ঠশিল্পী প্রতিযোগিতা” প্রথম রাউন্ড ৩ মার্চ শনিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত সম্পন্ন হয়েছে।

চাঁদপুর শহরের কদমতলা সড়কস্থ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে প্রথম রাউন্ডের উদ্ধোধন করেন দৈনিক মতলবের আলো পত্রিকার ১১দিনব্যাপী উৎসবের ইভেন্ট পার্টনার ফেমাস ডেন্টাল কেয়ারের ব্যাবস্থাপনা পরিচালক রোটারিয়ান ডা. রাশেদা আক্তার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক আলহাজ এস এম জয়নাল আবেদীন, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার (সাংগঠনিক) মহসীন পাঠান। স্বাগত বক্তব্য রাখবেন উৎসব উদযাপন পরিষদের মহাসচিব ও ফেমাস ডেন্টাল কেয়ারের পরিচালক ডা. মাসুদ হাসান।

দৈনিক মতলরেব আলো পত্রিকার ১১দিনব্যাপী উৎসবের সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আহŸায়ক তপন সরকারের সভাপতিত্বে এবং পত্রিকার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে এম মাসুদের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি পিযূষ কান্তি রায় চৌধুরী, চাঁদপুর ড্রামার সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম রনি, সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, চাঁদপুর জেলা ফটো জানালিস্ট এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ আলমগীর, মতলরেব আলো পত্রিকার ১১দিনব্যাপী উৎসবের সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সমন্বয়কারী আশ্রাফ বাবু, মেহেদী হাসান জীবন, শহর প্রতিনিধি তাজভির আলম প্রমুখ।

সেরা কন্ঠ শিল্পী প্রতিযোগিতায় চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার প্রায় অর্ধশতাধীক কন্ঠ শিল্পী অংশ গ্রহনকারীদের মধ্যে প্রথম রাউন্ডে ২৭জন শিল্পী ‘ইয়েস কার্ড’ পেয়ে দ্বিতীয় রাউন্ডে যায়।

প্রতিযোগিতায় চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের মহাসচিব হারুন আল রশীদ, সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আহŸায়ক তপন সরকার এবং সদস্য সচিব ইয়াহিয়া কিরণের সার্বিক ব্যবস্থাপনায় বিচারকের দ্বায়িত্ব পালন করেন উদয়ন সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ গৌরাঙ্গ সাহা, নবারুন শিশু বিদ্যালয়ে অধ্যক্ষ সংগীত শিল্পী ইতু চক্রবর্তী ও সুরধ্বনি একাডেমীর অধ্যক্ষ অনিতা কর্মকার। যন্ত্র সংগীতে ছিলেন অনান্য নাট্য গোষ্টির সাধারণ সম্পাদক মৃনাল সাহা ও সৈকত মজুমদার সিজার।

সেরা কণ্ঠশিল্পী প্রতিযোগিতায় প্রথম রাউন্ডের বিজয়ী ২৭ কণ্ঠশিল্পীরা হলো, হাজিগঞ্জ উপজেলার শুভ বণিক, একই উপজেলার সম্পা বণিক, চাঁদপুর শহরের উম্মে আয়েশা খানম, হাজিগঞ্জ উপজেলার মুক্তা, চাঁদপুর সদরের পিংকি দে, তৃষা ঘোষ, ফরিদগঞ্জ উপজেলার সংগীতা মন্ডল, চাঁদপুর সদরের কামরুল হাসান শান্ত, দীপা রায় চৈতী, কচুয়া উপজেলার মো. সাইদুল আলম সিফাত, চাঁদপুর সদরের সিরাজুম মনির প্রান্থ, অনন্যা বণিক, তনুশ্রী পাল, অম্বেশ্রা দে, হাজিগঞ্জের পূজা কর্মকার, চাঁদপুর সদরের অদিতি সরকার রিয়া, তাহসিন সোবহান বর্ষা, হাইমচর উপজেলার দোলা দাস দেওয়ান, চাঁদপুর সদরের অর্পিতা ঘোষ, মেহেবুবা শাহরিন নিহা, বাবলি দাস, তিথি সাহা, দীপা সাহা, জয়শ্রী রানী দেব, অর্পনা দে, তন্দ্রা সাহা ও গিয়াস উদ্দিন দেওয়ান।

করেসপন্ডেন্ট