ঝড়ো আবহাওয়ায় স্ত্রী মেলানিয়াকে ফেলেই বিমানে উঠেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর বিমান থেকে নামার সময় দৃশ্যত তার জবাবও দিয়ে দিলেন ফার্স্টলেডি। শুক্রবার সকালে রেভারেন্ড বিলি গ্রাহামের অন্তেষ্টিক্রিয়ায় যোগ দিতে নর্থ ক্যারোলাইনায় যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
শুক্রবার ডুলেস বিমানবন্দর থেকে এয়ারফোর্স ওয়ানে রওনা হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি।
ভিডিওতে দেখা গেছে, ঝড়ো আবহাওয়ার মধ্যে মেলানিয়াকে পেছনে ফেলে দ্রুত উড়োজাহাজে উঠে যাচ্ছেন ট্রাম্প।
স্বামী উঠে যাওয়ার পর একা একা উড়োজাহাজে ওঠা মেলানিয়া নর্থ ক্যরোলাইনায় নামার সময় যে আচরণ করেন, তাকে স্বামীর আচরণের জবাব হিসেবেই দেখা হচ্ছে।
ভিডিওতে দেখা যায়, নর্থ ক্যারোলাইনায় পৌঁছার পর বিমান থেকে নামার সময় ট্রাম্প মেলানিয়ার হাত ধরতে চাইলেও তাতে সফল হননি তিনি। কয়েকবারই স্ত্রীর হাত ধরতে হাত বাড়িয়েছিলেন ট্রাম্প, কিন্তু মেলানিয়া তার হাত বারবার সরিয়ে নিচ্ছিলেন।
প্রসঙ্গত, সম্প্রতি ৭১ বছর বয়সী স্বামীর সঙ্গে একই ধরনের আচরণ করতে আরেকবার দেখা গিয়েছিল ৪৭ বছর বয়সী ফার্স্টলেডিকে।
সূত্র: ডেইলি মেইল
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৩: ৪০ পি.এম ৩ মার্চ,২০১৮ শনিবার
কে এইচ.
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur