Home / জাতীয় / রাজনীতি / ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই’

‘বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই। আমরা গণতন্ত্র চর্চা করি। নির্বাচন নিয়ে যারা আমাদের উপদেশ দিচ্ছেন, তাদের দেশের গণতন্ত্রের কি অবস্থা তারা সেটা দেখুক। আমাদের দেশে নির্বাচন কীভাবে হবে সেটা আমরা ভালো জানি।

আজ শনিবার রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারে আগামী ৭ই মার্চের জনসভা সফল করার লক্ষে লিফলেট বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বিএনপিকে ইঙ্গিত করে বলেন, একটি মহল চোরাগলি দিয়ে ক্ষমতায় আসার পাঁয়তারা করছে। তাই তারা বিদেশে প্রভু খুঁজছে। তাতে কোনো লাভ হবে বলে আমি মনে করি না।

এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন সেতুমন্ত্রী কাদের।

এ সময় লিফলেট বিতরণী অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।