Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে বিদ্যুৎ সংযোগ পেলো ৬০ পরিবার
Komol Kandi biddot line
প্রতীকী ছবি

হাইমচরে বিদ্যুৎ সংযোগ পেলো ৬০ পরিবার

হাইমচরের আলগী দক্ষিণ ইউনিয়নের পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামে তেলির মোড় হতে পুরাতন ডিগ্রি কলেজ এলাকায় একটি পক্ষ বিদ্যুৎ সংযোগে বাধা দেয়ায় বন্ধ হয়ে থাকা সংযোগ হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারীর হস্তক্ষেপে সমস্যা নিরসন হয়ে বিদ্যুৎ সংযোগ পেলো ৬০টি পরিবার।

ঘটনার বিবরণে জানাযায়, ২০১৪ সাল থেকে হাইমচরে তেলির মোড়ে এক কলেজের শিক্ষকের বাড়ির ওপর দিয়ে বিদ্যুতের লাইন যাওয়ায় পলীøবিদ্যুৎ অফিসে অভিযোগ করলে লাইনটি বন্ধ করে দেয়া হয়।

স্থানীয় লোকজন বহু চেষ্টা করেও এর কোনো সমাধান দিতে পারে নি। এলাকার লোকজন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারীর হস্তক্ষেপ কামনা করলে বিষয়টি সমাধানের লক্ষে পৌঁছে।

শনিবার (২৪ ফেব্রæয়ারি) সকাল ১০ টায় হাইমচরের তেলির মোড়ে এলাকার লোকজনকে নিয়ে সামাজিক ভাবে তা’সমাধান করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি হুমায়ুন পাটওয়ারী, এমএ বাশার, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সন্তোষ চন্দ্র মজুমদার, মুক্তিযোদ্ধা নেছার আহমেদ চকিদার, পল্লীবিদ্যুৎ ইনচার্জ মো.শহিদউল্লা,স্থানীয় ইউসুফ হাওলাদার,রাশেদ মোশারফ,শাহাদাত হোসেন, দিদারুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


প্রতিবেদক: বিএম ইসমাইল