বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। ১৪ ঘণ্টা আগ থেকে Andaleeve Rahman আইডিটি তার নিয়ন্ত্রণে নেই। তবে তার ফেসবুক ভেরিফায়েড আইডি সচল রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আন্দালিব রহমান পার্থ যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন। আন্দালিব রহমান বলেন, ১৪ ঘণ্টা আগে আমার আইডি হ্যাকড হয়ে গেছে।
এছাড়া আন্দালিব রহমান তার ভেরিফায়েড অ্যাকাউন্টে আইডি হ্যাকড হওয়ার বিষয়টি নিয়ে স্ট্যাটাস দেন। এতে তার অ্যাকাউন্ট থেকে দেওয়া যে কোনো স্ট্যাটাসের বিষয়ে সতর্ক থাকতে বলেছেন।
ঢাকা-১৭ (গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস ও ভাষানটেকের কিছু অংশ) আসন থেকে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করছেন আন্দালিব রহমান। (যুগান্তর)
বার্তা কক্ষ
১৩ ডিসেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur