কচুয়ার শিক্ষা উন্নয়ন ও কোমলমতি শিক্ষার্থীদের সু-শিক্ষায় অনুপ্রেরণা যোগাতে কচুয়া পৌর সভার কড়ইয়া গ্রামের অধিবাসী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের সমন্বয়ে ‘কড়ইয়া টিচার্স ফাউন্ডেশন’ নামের সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।
কড়ইয়া গ্রামের অধিবাসী পরাণপুর সপ্রাবি প্রধান শিক্ষক মো.খোরশেদ আলমের সার্বিক তত্বাবধানে বুধবার (১৪ ফেব্রæয়ারি) দুপুরে আল-ইকরা কারামাতিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো.আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জয়নাল আবেদীনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মনির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার আনিছুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন কচুয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.আবুল বাসার,কড়ইয়া সপ্রাবি প্রধান শিক্ষক মাহবুবা আক্তার,সহকারী শিক্ষক মাহমুদ,মো.মাসুদ,জিএম শাখাওয়াত হোসেন,সমাজসেবক আলী আজ্জম প্রধান,আব্দুল আউয়াল,কমিউনিটি পুলিশিং এর সেক্রেটারী মো.রুস্তম আলী প্রধান,মো.দিদারুল আলম,কচুয়া প্রেস ক্লাবের সহ সভাপতি সাংবাদিক মো.আতাউল করিম প্রমুখ।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু
আপডেট,বাংলাদেশ সময় ৯:১০ পিএম,১৫ ফেব্রুয়ারি ২০১৮,বৃহস্পতিবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur