বসন্তের ফাল্গুন
মো.তারেক হাছান
বসন্তকে বরণ করতে,
বছর ঘুরে এলো ফাল্গুন।
বসন্তী রং ছ্ুঁয়ে দিতে,
মনের আকাশে ঐ ফাল্গুন।
সাত সকালে সূর্য ঘুড়ি
রাঙ্গা শাড়ি পরে।
বসন্তীরা সবুজ টিপে,
লাল-সাদা আর হলুদ শাড়ি পরে
ফাল্গুনের হাওয়ায় উড়ে,
প্রেমের বাঁধন যাবে উড়ে।
কোকিলের ওই মধুর সুরে,
প্রাণ পাখি যাবে উড়ে।
বাতাবী লেবুর ফুল ফুটেছে,
বসন্তেরই দোলে।
আমের মুকুল চেয়ে আছে,
ফাল্গুনেরই দিকে।
বিকশিত কাঞ্চন ফুল,
দেখা যায় এ ফাল্গুনে।
চঞ্চল মৌমাছিরা উড়ে বেড়ায়
বসন্তেরই কোলে।
প্রকাশ তারিখ: ১২.০২.২০১৮
মো. তারেক হাছান
চাঁদপুর সরকারি কলেজ
গণিত বিভাগ, ১ম বর্ষ
রোল: ৩৯১৬।
– আবদুল গনি