চাঁদপুরের ফরিদগঞ্জ সুবিদপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে শনিবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থ পরিবার।
রোববার (১১ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের ভাউন বাড়ীর খোরশেদ আলমের বসতঘরে আগুন লেগে পুরোপুরি ছাই হয়ে যায়। এতে ঘরের ভিতরের থাকা ১৫ মণ চাউল, গোলা ভরা ধান, ফ্রিজের ভিতরে থাকা মাছ মাংসসহ বিভিন্ন গুরুত্বপূর্ন মালামাল নষ্ট হয়ে যায়।
এ বিষয়ে খোরশেদ আলমের ছেলে নাছির উদ্দিন বলেন, আগুনের সৃষ্টিপাত এখন পর্যন্ত জানা যায়নি। তবে কেউ কেউ ধারণ করেছে পূর্ব শক্রতা জেরে এ ধরনের ঘটনা ঘটাতে পারে। সব মিলে আমাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ দিকে ফরিদগঞ্জ থানার এস আই মোবারক হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ঘটনায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। সেই সাথে সুবিদপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মাও.শারাফাতউল্যাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির খান বাবু, স্থানীয় ইউপি সদস্য আব্দুল হান্নান ও আব্দুল মমিন দুলালসহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ
: আপডেট, বাংলাদেশ সময় ৯ : ২০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৮, রোববার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur