চাঁদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বাগাদী আহমদিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন বাগাদী আহমদিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর জেলা প্রশাসক (যুগ্ম-সচিব) মো. আব্দুস সবুর মন্ডল।
এত সহ-সভাপতি পদে সবার সম্মতিক্রমে গভর্নিং বডির সহ-সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হন মাদ্রাসরা সাবেক অধ্যক্ষ ও বাগাদী দরবারের পীর সাহেব আলহাজ্ব মাওলানা এ কে এম নেয়ামত উল্যাহ খান।
অন্যান্য সদস্যরা হলেন, সদস্য সচিব মাদ্রাসার অধ্যক্ষ আবু আব্দুল্লাহ মোহাম্মদ খান, অভিভাবক সদস্য মো. জাকির হোসেন হিরু, ডা. মাসুদ হোসেন (সবুজ) ডা. ছায়েদ, বিদ্যুৎসাহী সদস্য ওয়াহিদ উল্যাহ খান, কোঅপ্ট সদস্য ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম সোহেল, দাতা সদস্য পীরজাদা বরকত উল্যাহ খান, প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব সাইফুল্লাহ খান নোমান, বিদ্যুৎসাহী সদস্য মো. আমিন উল্যাহ খান।
শিক্ষক প্রতিনিধি হিসেনেস মাদ্রাসার আরবী প্রভাষক পীরজাদা মাওলান মাহফুজ উল্যাহ খান, হেড মৌলভী মো. আবুবক্কর সিদ্দিক, শিক্ষক রওশন আরা বেগম।
বাগাদী দরবারের পীর সাহেব আলহাজ্ব মাওলানা একেএম নেয়ামত উল্যাহ খানকে পুনরায় সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি বলেন, আমাকে পুনরায় নির্বাচিত করায় মহান রব্বুল আলামীনের শুকরিয়া জ্ঞাপন করছি। আমি ব্যাক্তিগত ভাবে জেলা প্রশাসকসহ মাদ্রাসার সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞ। বিগত দিনের ন্যায় আগামি দিনে যেনো মাদ্রাসার দায়িত্ব পালন করতে পারি।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ৭ : ৪৫ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার
এইউ