Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব পৌর নাগরিকদের সীমাহীন দুর্ভোগ
Motlob Dokkhin
প্রতীকী

মতলব পৌর নাগরিকদের সীমাহীন দুর্ভোগ

সারাদেশের ন্যয় মতলব দক্ষিণ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবি আদায়ে টানা ৭২ ঘন্টার কর্মবিরতির ফলে মতলব পৌরসভার শত শত নাগরিকের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনসন সহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার হতে প্রদানের দাবিতে পৌর সার্ভিস এসোসিয়েশন মতলব পৌর শাখার আয়োজনে কেন্দ্রিয় কর্মসূচি অংশ হিসেবে ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি কর্মবিরতি পালন করে মতলব পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির ফলে প্রতিদিন পৌরসভা কার্যালয়ে আসা বিভিন্ন শ্রেণি পেশার নারী ও পুরুষের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

তারমধ্যে জাতীয়তা সনদ, জন্ম ও মৃত্যুর সনদ, ট্রেড লাইসেন্স, পৌর ট্যাক্স, ওয়ারিশ সনদ, ইমরাত নির্মাণ, পানির বিল, রাস্তা কর্তন ফরম, নতুন হোল্ডিংয়ের আবেদন, হোল্ডিং নাম পরিবর্তনসহ অন্যান্য সনদপত্র নিতে এসে প্রতিদিন শত শত মানুষদেরকে ফেরত যেতে হয়েছে।

অপরদিকে পৌরসভার সকল কার্যক্রম বন্ধ থাকায় তিনদিনে প্রায় লক্ষাধিক টাকার রাজস্ব আয় হতে বঞ্চিত হয়েছে পৌরসভা।

বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশন মতলব পৌর শাখার সভাপতি মতলব পৌরসভার হিসাব রক্ষক মো.আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, ‘পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে সংগঠনের কেন্দ্রিয় কর্মসূচি অংশ হিসেবে টানা ৭২ ঘন্টা আমাদের এ কর্মবিরতি পালন করতে হয়েছে। কর্মসূচিতে অংশ নেন মতলব পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ওয়াহিদুজ্জামান মৃধা।


: আপডেট, বাংলাদেশ সময় ০৮:০৩ পিএম, ৩০ জানুয়ারি ২০১৮, মঙ্গলবার
ডিএইচ