ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রুপসা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে মো. ফারুক খাঁন সভাপতি ও মো. তানবির আহম্মদ নকিব সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
২২ জানুয়ারী সোমবার সন্ধ্যায় ভোট গ্রহন শেষে গননা চলাকালে সৃষ্ট হাঙ্গামা ও ভাংচুরের কারণে ফলাফল ঘোষনা স্থগিত রেখে কর্মকর্তারা উপজেলা সদরে ভোটের বাক্স নিয়ে যাওয়া হয়।
সন্ধ্যায় নির্বাচনের প্রিজাইডিং অফিসার আব্দল গনি ভোট গননা করে ফলাফল ঘোষনা করেন।
ঘোষিত ফলাফল বিবরণিতে দেখা যায়, সভাপতি পদে মো. ফারুক খাঁন (ছাতা) পায় ৩’শ২৩ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মো. কাউছার-উল আলম কামরুল(চেয়ার) পায় ২৭৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থীর চেয়ে সভাপতি পদে ৪৭ ভোট বেশি পেয়ে মো. ফারুক খাঁন বিজয়ী হয়।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে মো. তানভীর আহম্মদ নকিব(দোয়াত-কলম) ২’শ ৪১ ভোট, নজরুল ইসলাম সুমন(চাকা) ২’শ ২৩ ভোট ও এস এম সোহেল(ফুটবল) পায় ১’শ ৪২ ভোট। মো. নজরুল ইসলাম সুমনের চেয়ে ১৮ ভোট বেশি পেয়ে মো. তানভীর আহম্মেদ নকিব সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়। সহ-সভাপতি নুরের রহমান ২শ ২০ ভোট পেয়ে বিজয়ী হন। সহ-সাধারণ সম্পাদক পদে মো. রিয়াদ হোসেন(বাস) পায় ৩’শ ৫১ ভোট ও মো. ইসমাইল হোসেন(উড়োজাহাজ) পায় ২’শ ৫৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী থেকে ৯৩ ভোট বেশি পেয়ে মো. রিয়াদ হোসেন জয়ী হয়। সাংগঠনিক ও দপ্তর সম্পাদক পদে মো. ফরহাদ হোসেন(রিক্সা) পায় ৩’শ ৪৫ ভোট ও আনিছুর রহমান(বৈদ্যুতিক পাখা) পায় ২’শ ৬৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী থেকে ৮১ ভোট বেশি পেয়ে মো. ফরহাদ হোসেন জয় লাভ করে। কোষাধ্যক্ষ পদে মো. বাবুল হোসেন(মই) পায় ২’শ ৯ ভোট, জসিম(১’শ ৮১) ভোট, বেলায়েত হোসেন(তারা) পায় ১’শ ২৫ ভোট, মো. শাহ আলম পায়(মোরগ) পায় ৯৪ ভোট। নিকটতম প্রার্থীর চেয়ে ২৮ ভোট বেশি পেয়ে মো. বাবুল হোসেন কোষাধ্যক্ষ পদে জায় লাভ করে। এছাড়া ৫টি সদস্য পদে যথাক্রমে হাছান ৩’শ ৯৭ ভোট, মো. ইয়াছিন ৩’শ ৮৯ ভোট, মনির হোসেন ৩’শ৩৯ ভোট, মো. মনির হোসেন ২৯৫ ভোট ও মো. বাবুল খলিফা ২’শ ৪৭ ভোট পেয়ে বিজয় লাভ করে।
মোট ৬৩৮ জন ভোটারের মধ্যে ৬২২জন ভোটার ভোট প্রদান করেন। নির্বাচনের সময় সকাল থেকে উৎসব মুখর পরিবেশ ছিল।
আতাউর রহমান সোহাগ
: আপডেট, বাংলাদেশ সময় ১০:২১ পিএম, ২২ জানুয়ারি ২০১৮, সোমবার
ডিএইচ