৩৬তম বিসিএস এ চুড়ান্তভাবে মনোনিতদের মধ্যে ফরিদগঞ্জের ৪ মেধাবী মুখ রয়েছে। এদের ৩ জন আবার উপজেলার ১১নং চরদু:খিয়া ইউনিয়নের বাসিন্দা। একই গ্রামের ৪জন মেধাবী বিসিএস পরীক্ষায় উর্ত্তীণ হওয়ায় চরদুঃখিয়াবাসী আনন্দিত।
গ্রামবাসীর বিশ্বাস এরা একদিন চরদুঃখিয়াবাসীর দুঃখ দুদর্শা লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এদিকে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩৬তম বিসিএস এ চুড়ান্তভাবে মনোনিত হওয়া ৪ জনকে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ. এম. মাহফুজুর রহমান, সহকারী ভূমি কর্মকর্তা মো. ইয়াছিনসহ সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের ৩৬তম বিসিএস এ উত্তীর্ণ ৪ জন হলেন সন্তোষপুর গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে মো. মোস্তফা কামাল। সে শিক্ষা ক্যাডারে চুড়ান্তভাবে মনোনীত হয়েছে।
এখলাশপুর গ্রামের মো. শাহ আলম পাটওয়ারীর ছেলে মো. মনোয়ার হোসাইন। সে বিসিএস তথ্য প্রকৌশলী ক্যাডারে চুড়ান্তভাবে মনোনিত হয়েছে।
পূর্ব আলোনিয়া গ্রামের মৃত সিরাজুল ইসলাম পাটওয়ারীর মেয়ে জান্নাতুল ফেরদৌস নিসা। সে শিক্ষা ক্যডারে চুড়ান্তভাবে মনোনীত হয়েছে।
এছাড়া উপজেলার ৪নং সুবিদপুর ইউনিয়নের সাচনমেঘ গ্রামের তবারক উল্যাহর ছেলে মাহমুদুল হাছান। তিনি বিসিএস খাদ্য ক্যাডারে মনোনিত হয়েছে।
আতাউর রহমান সোহাগ
: আপডেট, বাংলাদেশ সময় ১১:২৩ পিএম, ২০ জানুয়ারি ২০১৮, শনিবার
ডিএইচ