বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সম্পাদক, চাঁদপুরের কৃতি সন্তান আনোয়ার হোসেন জীবন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। গত বুধবার বিকেলে ঢাকা পিলখানার সামনে দিয়ে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় হটাৎ অপরদিক থেকে আরেকটি মোটরসাইকেল এসে সামনে চলে আসায় এ দুর্ঘটনার শিকার হন।
এসময় আনোয়ার হোসেন জীবন গুরুতর আহত হলে স্থানীয় উদ্বার করে আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে আসে। তার মাথায় গুরুতর আঘাত পাওয়ায় সে বর্তমানে ঐ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আনোয়ার হোসেন জীবনের দুর্ঘটনার খবর পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি হাসপাতালে এসে তার চিকিৎসার খোজ খবর নেন। এছাড়াও তাকে দেখতে কেন্দ্রীয় ও চাঁদপুর জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা হাসপাতালে যান।
প্রতিবেদক-
: আপডেট, বাংলাদেশ সময় ১০:০৩ পিএম, ২০ জানুয়ারি ২০১৮, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur