চাঁদপুর শহরের পুরাণবাজারের টিম টাইগার্স স্পোটিং ক্লাবের ১বছর পূর্তি উপলক্ষ্যে পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় ২নং ওয়ার্ডে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আলোচনার মধ্যদিয়ে পূর্ণমিলনী উৎসব হয়।
এতে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর সভার প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর ছিদ্দিকুর রহমান ঢালী, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আ. লতিফ গাজী, ১নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক মোহাম্মদ আলী মাঝি, পৌর যুবলীগের আহŸায়ক আ. মালেক শেখ। টিম টাইগার্স স্পোটিং ক্লাবের সভাপতি নজরুল ইসলাম নজুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্থানীয় মুরব্বি ইছু মিজি, দুদু শেখ, খালেক হাওলাদার, ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহাদাত পাটওয়ারী, সহ-সভাপতি লিটন গাজী, সাংগঠনিক সম্পাদক রাজন বেপারী ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজু হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় ক্লাব সভাপতি মো. মুরাদ হোসেন সহ সকল সদস্য ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৪৩ পিএম, ১৯ জানুয়ারি ২০১৮, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur