কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দির সড়কের গোলদীঘির পাড় এলাকায় একটি বাসা থেকে একই পরিবারের চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যার বলে ধারণা করা হচ্ছে।
নিহত ব্যক্তিরা হলেন স্থানীয় মৃত ননী গোপালের ছেলে সুমন চৌধুরী (৪০), সুমনের স্ত্রী বেবী চৌধুরী (৩০), মেয়ে জ্যোতি চৌধুরী (৫) ও অবন্তিকা চৌধুরী (৩)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত বড়ুয়া জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে দুই মেয়ে ও স্ত্রীকে বিষ পান করিয়ে হত্যার পর সুমন চৌধুরী নিজে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
নিহত সুমনের প্রতিবেশী কক্সবাজার পৌরসভার কাউন্সিলর রাজবিহারী দাশ জানিয়েছেন, দুপুর ২টায় দুপুরের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় বাসার ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ধাক্কা দেয় প্রতিবেশীরা। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বেবী চৌধুরী ও দুই মেয়েকে বিছানায় শোয়া আবস্থায় এবং সুমন চৌধুরীকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানাতে পারেনি পুলিশ ও প্রতিবেশীরা। (এনটিভি)
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur