Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে শালিশ বৈঠকে হামলায় আহত ১০
ফরিদগঞ্জে শালিশ বৈঠকে হামলায় আহত ১০

ফরিদগঞ্জে শালিশ বৈঠকে হামলায় আহত ১০

চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলায় শালিশ বৈঠক চলাকালিন সময়ে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার ১০ নং দক্ষিণ গোবিন্দপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড উত্তর হাসা ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই এলাকার মৃত. ইসমাইল মাষ্টারের ছেলে শহিদ মাস্টার (৭০), তার ছেলে মামুনুর রশিদ (৩৫), রিয়াদ হোসেন (২৫), মেয়ে বিথি, নাছিমা, ভাতিজা আ. গাফফার(৩৭)।

আহতরা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকিরা স্থানীয় ভাবে চিকিৎসা নেন।

আহত শহিদ মাস্টার চাঁদপুর টাইমসকে জানান, ৫ একর ৯৫ শতাংশ জমির ভাগ-ভাটয়ারা নিয়ে মানিক ভূঁইয়া গংদের সাথে ইসমাইল ভূঁইয়া গং ওয়ারিশদের বিরোধ চলছিল। এই বিষয়ে সমাধানের জন্য বুধবার সকালে সাবেক চেয়ারম্যান আবু পাটওয়ারী, স্থানীয় মেম্বার বিল্লাল, হজু মেম্বার, জহির মেম্বার, মুরাদ ভূঁইয়াসহ গণ্যমান্য ব্যক্তিরা উভয় পক্ষকে নিয়ে শালিশী বৈঠকে বসেন।

বৈঠকের একপর্যায়ে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ইউনুস ভূঁইয়া, আজিম, সৈয়দ, বারেক, দুলালসহ অন্যান্যরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে আমাদের উপর হামলা করে রক্তাক্ত জখম করে।

এ বিষয়ে প্রতিপক্ষ ইউনুস ভূঁইয়া জানায়, শালিশী বৈঠকে আমাদের কয়েকজনও আহত হয়েছে।

স্থানীয় মেম্বার বিল্লাল জানায়, শালিশী বৈঠক চলাকালিন সময়ে মারামারি হয়। তবে শহীদ মাস্টারদেরকে বেশি মারধর করা হয়।

এদিকে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ৮ : ২৫ পিএম, ১৭ জানুয়ারি ২০১৮,বুধবার
এইউ