শিক্ষার মান উন্নয়নের লক্ষে শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে সোমবার (১৫ জানুয়ারি) ফরিদগঞ্জ বাসারা উচ্চ বিদ্যালয় মাঠে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মা সমাবেশ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সহ-সম্পাদক মহিউদ্দিন মজুমদার খোকা।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর খানের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাদব কৃষ্ণ সাহা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক মিয়াজী, বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য আবুল খায়ের মাষ্টার, বাসারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কামরুজ্জামান বাবু, বিল্লাল হোসেন, আবুল বাশার পাটওয়ারী, ইউপি সদস্য নূর মোহাম্মদ, নজরুল ইসলাম, জাকির হোসেন ও সাবেক সদস্য নেছার আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী লুৎফুর রহমান মিন্টু, প্রভাসক শরিফ হোসেন পাটওয়ারী, সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম, যুবলীগ নেতা ইয়াছিন আরাফাত প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের প্রশ্নের জবাব শুনে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে আগামী দিনগুলো আরো ভালো ভাবে ফলাফল এগিয়ে নেওয়ার উদ্যোগ দেন বিদ্যালয়ের সভাপতি মহিউদ্দিন খোকা।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ২:০৩ পিএম, ১৪ জানুয়ারি ২০১৮, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur