চাঁদপুর জেলা মোবাইল ফোন রিচার্জ অ্যাসোসিয়েশনের কার্যালয় শনিবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের বিপনীবাগ মার্কেটের ২য় তলায় উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেব ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি বক্তব্যে বলেন, আপনাদের উদ্দেশ্য যদি মহৎ থাকে তাহলে কেউ আপনাদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। মানুষকে জিম্মি করে কোন কাজ করবে না। আপনারা সন্ত্রাসী ও খারাপ কাজ থেকে বিরত থাকবেন। আসুন আমরা সবাই মিলে দেশকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাই। পৃথিবীতে সব চেয়ে শান্তির দেশ হচ্ছে বাংলাদেশ।
সংগঠনের সভাপতি আঃ জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সোলায়মানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক এ এস এম জয়নাল আবেদীন।
এসময় উপস্থিত ছিলেন জেলা কান্টি ফিসিং বোর্ড সভাপতি শাহালম মল্লিক, সংগঠনের সহ-সভাপতি মো. কামাল হোসেন, মো. সাইফুল খান, অর্থ সম্পাদক মো. হান্নান, সদস্য মো. সোহেল, মো. সুমন, মো. পলাশ, মো. মানিক বেপারী, মো. লিটন খান, মোহাম্মদ আলী, মো. ওমর ফারুক, সাইফুল ইসলাম, মো. মিজান, জাহিদুল রব রানা।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৩৩ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur