Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে অসহায়দের মাঝে সুজিত রায় নন্দীর শীতবস্ত্র বিতরণ
হাইমচরে অসহায়দের মাঝে সুজিত রায় নন্দীর শীতবস্ত্র বিতরণ

হাইমচরে অসহায়দের মাঝে সুজিত রায় নন্দীর শীতবস্ত্র বিতরণ

চাঁদপুরের হাইমচর উপজেলার মুক্তিযোদ্ধা ও অসহায় প্রতিবন্ধিদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টায় হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা অফিসে এ সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাবেক উপজেলা কমান্ডার সন্তোষ মজুমদার এর সভাপতিত্বে ও শাহআলম মাষ্টারের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে সুজিত রায় নন্দী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা সরকার বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আগমী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। দেশকে মধ্যমায়ের দেশে পরিনত করতে হলে আবারো নৌকায় ভোট দিতে হবে। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সহায়ক সরকার। মুক্তিযোদ্ধাদের সকল সহযোগিতা করে আসছে আগামীতে করবে।’
উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি প্রকৌশলী আঃ রব ভ’ইয়া, জেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আঃ হানিফ পাটওয়ারী, শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মিয়াজি, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বারেক বকাউল, সাবেক ডেপুটি কমান্ডার ডাঃ হাফিজ আহম্মদ পাটওয়ারী, মুক্তিযোদ্ধা জয়দল হোসেন আখন, হাইমচর প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খুরশিদ আলম, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাহাউদ্দিন টিটু হাওলাদার, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান বেগ, যুবলীগ নেতা লিটন শিকদার, ইলিয়াস লিটন, চাঁদপুর সদর থানা স্বেচ্ছাসেবকলীগ সিনিঃ যুগ্ম আহবায়ক শেখ শরীফ আহম্মদ ও যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিজি উত্তর ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর শিকদার, হাইমচর প্রেসক্লাব প্রচার সম্পাদক বিএম ইসমাইল, সাংবাদিক মোঃ হাসান আল মামুন প্রমুখ

বিএম ইসমাইল
: আপডেট, বাংলাদেশ সময় ১০:৩০ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৭, শুক্রবার
ডিএইচ