চাঁদপুর শহেরর বিষ্ণুদী মাঝি বাড়ি এলাকায় শনিবার দুপুরে জাটকা বিক্রি করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংর্ঘষে সাধারণ বাসিন্দাদের বসতঘর ভাংচুর ও বেশ কয়েকজন আহত হয়।
স্থানীয়দের সাথে আলাপকালে জানা যায়, পৌরসভার অওতাধীন ৯নং ওয়ার্ডের বিষ্ণুদী মাঝি বাড়ি এলাকার টিটু ছৈয়াল ও মফিজ ছৈয়ালের সাথে পাইকারি দরে জাটকা (ছোট ইলিশ) কেনাকে কেন্দ্র করে বাক-বিত-ার সৃষ্টি হয়। সে সূত্রে পরের দিন রোববার (১৭ এপ্রিল) প্রতিপক্ষের হামলায় সুমন ও ফাতেমা বেগমসহ বেশ কয়েকজন আহত হয়।
আহতরা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত মফিজ ছৈয়াল, সাইফুল ছৈয়াল, শহীদ ছৈয়াল, রজ্জাক ছৈয়াল, কবির, জহির, নবী, জাহাঙ্গীর, কামাল, বিল্লালসহ প্রায় ৫০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে দ্বিতীয় দফা টিটু ছৈয়ালের বাড়িতে হামলা চালায়।
এসময় ওই বাড়ির প্রতিবেশি রিজু ছৈয়াল, রাশেদ ছৈয়াল পগু ছৈয়ালসহ বেশ কয়েকজন নিরপরাধ মানুষের ঘরবাড়ি রাম দা ও চাপাতি দিয়ে কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়।
হামলায় বাড়ির মহিলারা তাদের বাধা দিতে গেলে মারধরের শিকার হয়।
এ ঘটনা বর্তমানে ওই এলাকায় থমথমে বিরাজ করছে, থানায় কোনো পক্ষই মামলা দায়ের করেনি।
আশিক বিন রহিম[/author]
: আপডেট ৩:২০ এএম, ১৮ এপ্রিল ২০১৬, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur