ভুটানের বিপক্ষে সহজ জয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যায় বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারত-নেপালের মধ্যকার ম্যাচটির জন্য শুধু ছিল অপেক্ষা। লাল-সবুজের দলের সেই অপেক্ষাও শেষ হয়েছে। আজ নেপালের জালে গোল উৎসব করেছে ভারত। তাই ফাইনালে উঠে গেছে বাংলাদেশ আর প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছে ভারতকেই।
আগামী ২৪ ডিসেম্বর ফাইনালে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে। তার আগে বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই ভারতের মোকাবিলায় নামবে তহুরা-সাবিনারা।
নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে সহজেই ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। চার দলের এই টুর্নামেন্টে টানা দুই জয়ে বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট। নিজেদের প্রথম ম্যাচে লাল-সবুজের দল ৬-০ গোলে বিধ্বস্ত করেছিল নেপালকে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে ভারত ১০-০ গোলে বিধ্বস্ত করেছে নেপালকে। দুই হারে আসর থেকে নেপাল ও ভুটানের বিদায় নিশ্চিত হয়ে গেছে। আনুষ্ঠানিকতার ম্যাচে এই দুই দল পরশু আসরে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৫:২০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৭, বুধবার
এএস