চাঁদপুরের কচুয়া পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দাতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবার পরিকল্পনা সিলেট এবং চট্রগ্রাম বিভাগের সাবেক পরিচালক মরহুম রোস্তম আলী মিয়ার ৯ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে কলেজ মিলনায়তনে দোয়া, মিলাদ ও আলোচনা সভা অনুিষ্ঠত হয়।
কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী পাটোয়ারীর সভাপতিত্বে ও কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জসিম উদ্দিন মোল্লার পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ট্রাইবুনালের চেয়ারম্যান ও কলেজের প্রতিষ্ঠাতা ড. সেলিম মাহমুদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা জেলা দায়রা ও জর্জ মো.জাহাঙ্গীর আলম রবিন।স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ বিল্লাল হোসেন মোল্লা। বক্তব্য রাখেন, কলেজের সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম,গর্ভনিং বডির সদস্য মুক্তিযোদ্ধা আঃ মবিন, দুলাল চন্দ্র সরকার প্রমুখ।
পরে মরহুম রোস্তম আলী মিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয় ও মুনাজাত পরিচালনা করেন, শাজুলিয়া দরবার শরীফের পীর মাওঃ আবুল হাসান শাহ মোঃ রুহুল্লা শাজুলী।
জিসান আহমেদ নান্নু, কচুয়া
: আপডেট, বাংলাদেশ সময় ৯:২০ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৭, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur