কম্বোডিয়ার রাজা নরোদম সিহামনির সঙ্গে বৈঠক করেছেন নম পেনে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌজন্য ওই সাক্ষাতে কম্বোডিয়া এবং বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বার্তা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহ্সানুল করিম।
সোমবার (৪ ডিসেম্বর) দেশটির রয়েল প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে বৈঠককালে রাজা নরোদম সিহামনি প্রকাশ করেছেন।
ইহ্সানুল করিম সাংবাদিকদের জানান, কম্বোডিয়ার রাজা বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যাপারে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমি আশা করি আগামীতে এশিয়ার এই দু’টি দেশের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় কম্বোডিয়ার রাজাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এসডিজি বাস্তবায়ন কার্যক্রমের মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনীম উপস্থিত ছিলেন।
বার্তা কক্ষ
: আপডেট, বাংলাদেশ সময় ১১ : ০০ এএম, ০৫ ডিসেম্বর ২০১৭, মঙ্গলবার
এইউ